ব্রহ্মপুত্র, হলহলি, সোনাভরী, জিনজিরাম নদ নদী বিধৌত এ ভুখন্ডে অসংখ্য জলাশয়ের অস্তিত্ব বিদ্যমান। বর্তমানে জলাশয়গুলি যদিও অগভীর কিংবা ভরাট হয়ে গেছে তবুও নটান বিল, ইছাকুড়ি বিল, ভেড়ামারী বিল, আলীর ডোবা, মাদাইডাঙ্কার বিল, বাউশমারীর বিল, দেওকুড়া ইত্যাদি প্রাকৃতিক সোন্দর্য্য হয়ে আজো বিদ্যমান। চর কাজাইকাটা, চর শৌলমারী, ঘুঘুমারী, মিয়ারচর, ফুলকার চর, খেদাইমারীর চর, খেরুয়ার চর, ফ্যাইচকার চর, চর বোয়ালমারী, কুটির চর, ঝুনকির চর প্রভৃতি গ্রামগুলির নামকরণ থেকে এ অঞ্চলটি যে নদী গর্ভ থেকে জেগে উঠেছে তা জানা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস