Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রৌমারী উপজেলার পটভূমি

  রংপুর জেলার অধীন রৌমারী উপজেলা ১৯০২ সনে প্রতিষ্ঠিত। পরবর্তীতে কুড়িগ্রাম জেলার অধীন ১৯৮৩ সালে রৌমারী উপজেলার কার্যক্রম শুরু হয়।

রৌমারী উপজেলার আয়তন ১৯৭ বর্গ কিলোমিটার। এবং নদী এলাকার ২০.৮২ বর্গ কিলমিটার। রৌমারী উপজেলার অবস্থান ২৫২৭/ উত্তর অক্ষাংশ থেকে ২৫৪৩/ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৯৪৫/ পূর্ব দ্রাঘিমা থেকে ৮৯ ৫৩/ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত।রৌমারী উপজেলার উত্তরে উলিপুর উপজেলা,পূর্বে ভারত,পশ্চিমে চিলমারী উপজেলা এবং দক্ষিণে রাজিবপুর উপজেলা অবস্থিত।

রৌমারী উপজেলার নামকরণের সঠিক ইতিহাস আজও জানা যায়নি। তবে লোকমুখে প্রচলিত আগে এই এলাকায় প্রচুর রুই মাছ পাওয়া যেত। এই এলাকায় রুই মাছ ধরা কে রুই মাছ মারা বলা হয়। আর এই ‘রুই মারা’ শব্দ  থেকেই রৌমারী নামের  উৎপত্তি বলে ধারনা করা হয়ে থাকে।