Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

১। নুরুল ইসলাম (পাপু মিয়া): 

    ১৯৭০ সালের নিবাচনে গণ পরিষদের সদস্য। তিনিই সব প্রথম রৌমারী ইউনিয়নের জন প্রতিনিধি।

২। সিরাজুল হক :

কুড়িগ্রাম কলেজের তরুণ অধ্যাপক,(পরবর্তীতে রৌমারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ) রৌমারী ইউনিয়নের মাদারটিলা গ্রাম নিবাসী সিরাজুল হক ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নিবার্চনে বিজয়ী হয়ে স্বাধীন বাংলাদেশে রৌমারী প্রথম সাংসদ হওয়ার গৌরব অর্জন করেন।

৩। গোলাম হোসেন :

১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নিবার্চনে রৌমারী ইউনিয়নের বারবান্দা গ্রাম নিবাসী মো: গোলাম হোসেন জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন। এর আগে তিনি ১৯৮৪ সালে রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নিবার্চিত হন। গোলাম হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে রৌমারী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি খুব সহজেই গরীব দুখি মানুষদের সাথে মিশে যেতে পারতেন। তিনি ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্যা থাকা কালীন সময়ে রৌমারী ইউনিয়নের অনেক রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, সাকো, বৃক্ষরোপন প্রভৃতি উন্নয়ন করেন।

৪। রোস্তম আলী দেওয়ানঃ

১৯৫২সালের ভাষা আন্দোলনের লড়াকু সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী দেওয়ান।রৌমারী ইউনিয়নের চাক্তাবাড়ী গ্রামে ৬ নভেম্বর ১৯৩৭ সালে জন্ম গ্রহন করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একমাত্র ভাষা সৈনিক ছিলেন রোস্তম আলী দেওয়ান।

শুধু তাই নয় মহান মুক্তিযোদ্ধা ও এই প্রত্যন্ত অঞ্চলের আদর্শবান শিক্ষক ও খেলোয়ার হিসাবে খ্যাতি ছিল তাঁর। ২৫ জুন ২০১১ সালে তিনি মৃত্যুবরণ করেন।